Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াইহাজারে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৯:০৭

মোটরসাইকেল দুর্ঘটনা [প্রতীকী ছবি]

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকার চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ব্রাহ্মন্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন লাদেন ও হৃদয়। তাদের বাড়ি নরসিংদীর সাহে প্রতাপ গ্রামে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, বিকেলে তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় ঢাকা-আড়াইহাজার সড়কের ব্রাহ্মন্দি গ্রামে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে দুই যুবক আহত হন। পরে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একে

আড়াইহাজার টপ নিউজ মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর