Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগের তুলনায় এবার ইদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভলো ছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২২ ১৬:০৩

ঢাকা: আগের বছরগুলোর তুলনায় এবার ইদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকা আর যাতায়াত নির্বিঘ্ন থাকায় মানুষ স্বস্তিতে ইদ করতে পেরেছে।

বৃহস্পতিবার (৫ মে) ইদের ছুটি কাটিয়ে এসে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রতি বছরই সজাগ থাকে, এবারও ছিল। নিরাপত্তা বাহিনী আগে থেকেই অজ্ঞান পার্টি, মলম পার্টি দূর করতে পেরেছে। রাস্তাঘাট ফাঁকা ছিল। যে কারণে মানুষ নিরাপদে বাড়ি যেতে পেরেছে আবার কর্মস্থলেও ফিরতে পেরেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোবাইল কোম্পানিগুলো বলেছে এবার ৭০ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে। এই চিত্রই বলে দিচ্ছে মানুষ কতটা নিরাপত্তায় ছিল। নিরাপদে বাড়ি ফিরতে পেরেছে। সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ইদ উদযাপন করতে পেরেছেন। সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। অন্তত আগের বছরগুলোর তুলনায় এবার অনেক ভাল ছিল।

সারাবাংলা/জেআর/এসএসএ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর