Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস, পানি বাড়ছে উত্তর-পূর্বাঞ্চলে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ২৩:১২ | আপডেট: ৫ মে ২০২২ ১৩:১৫

ঢাকা: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলা, বিভাগের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। এখনো দেশের আট জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতি আরও দু’দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

এদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আর আন্দামানে লঘুচাপের পূর্বাভাস রয়েছে আগে থেকেই। তাই বৈরী আবহাওয়ায় দেশের উপকূলীয় ১৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ মে) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লে রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ। বুধবার (৪ মে) কুমিল্লায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকায় ১ মিলিমিটার।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের সবগুলো নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার এ ধারা আরও গতিশীল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টা পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।’ তিনি জানান, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের বরাক অববাহিকা মিজোরাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারণে আগামী চব্বিশ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ- নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, তিতাস, ফেনী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যে কারণে দেশের উপকূলীয় ১৯ জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এসব জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে মে মাসে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল। এ কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।

সারাবাংলা/জেআর/পিটিএম

আবহাওয়া ঝড়ের পূর্বাভাস

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর