Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার সমুদ্র সৈকতে ‘ঘুরতে আসা’ ৪৪৩ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ১৯:০০ | আপডেট: ৪ মে ২০২২ ২২:৫৫

কক্সবাজার: ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র থেকে ঘুরতে এসে পুলিশের হাতে আটক হয়েছে ৪৪৩ জন রোহিঙ্গা। বুধবার (৪ মে) কলাতলী-লাবণী ও সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে মিনিট্রাকে করে কক্সবাজার শহরে চলে আসে। পরবর্তীতে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকদের আইনি প্রক্রিয়া শেষে নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

তবে আটক হওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে তারা কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। ক্যাম্প থেকে আসার পথে তাদের কেউ বাধা দেয়নি।

তবে স্থানীয়রা বলছেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যর্থতা ছাড়া কিছুই নয়।

সারাবাংলা/এমও

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর