Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ১৭:৫৭

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইদের দিন (৩ মে) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে পুলিশ ভবনে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ইদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। দুই পর্বের এ আয়োজনের প্রথম পর্বে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্য এবং দ্বিতীয় পর্বে এএসপি থেকে তদূর্ধ্ব পর্যায়ের পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ মে) বিকেল ৩টার দিকে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আইজিপি বলেন, আমরা সবাই পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে পারলে ভালো হতো। কিন্তু দেশের জনগণের ইদ উদযাপন নির্বিঘ্ন করার জন্য আমরা পরিবারের সঙ্গে ইদ করতে পারিনি। এ চ্যালেঞ্জ নিয়েই আমরা চাকরিতে এসেছি। আমাদের চাকরিটা শুধু চাকরি নয়। এজন্য এবারের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগে আমাদের ট্যাগলাইন ‘চাকরি নয়, সেবা’।

তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম গুরুত্বপূর্ণ। পুলিশ সদস্যদের সেবার মানসিকতা নিয়ে দেশ, রাষ্ট্র ও দেশের নাগরিকদের জন্য কাজ করতে হবে।

আইজিপি বলেন, শান্তিকালীন যুদ্ধ করে পুলিশ, আর যুদ্ধকালীন সশস্ত্র বাহিনী। পুলিশ যুদ্ধ করে দেশবিরোধী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে।‌ যুদ্ধ করলে প্রাণহানি ঘটতে পারে। দেশপ্রেম না থাকলে যুদ্ধ করা যায় না। দেশপ্রেম ছাড়া দেশ আগায় না, সমাজ আগায় না, সভ্যতা আগায় না।

ইদ উদযাপনে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, এবারের ইদযাত্রা ভালো ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। তিনি এজন্য হাইওয়ে, শিল্প ও জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

আইজিপি নিজ হাতে পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন। বাহিনী প্রধানের এ ধরনের আন্তরিকতায় পুলিশ সদস্যরা অভিভূত হয়ে পড়েন। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ইদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

সারাবাংলা/ইউজ/টিআর

আইজিপি ইদ শুভেচ্ছা ইদের শুভেচ্ছা বিনিময় ড. বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর