Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার ভ্রমণে আসার পথে বাস উল্টে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ১৭:৫০

কক্সবাজার: ইদের ছুটিতে কক্সবাজার ভ্রমণের আসার পথে চকরিয়ায় বাস উল্টে শারমিন আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০-১২ জন আরোহী।

বুধবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। নিহত শারমিন আক্তার ঢাকার কেরাণীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রিয়াজের স্ত্রী।

চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। গাড়ীর সব যাত্রী কক্সবাজার ভ্রমণে আসছিল। পথে চকরিয়া কলেজের সামনের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে শারমিনের মৃত্যু হয়।

এ সময় আহত ১০ আরোহীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার নারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর