অনলাইনে অপপ্রচারকারীদের ‘পাল্টা আক্রমণের’ আহ্বান নওফেলের
৪ মে ২০২২ ১৭:৪২ | আপডেট: ৪ মে ২০২২ ১৯:১০
চট্টগ্রাম ব্যুরো: বিদেশে বসে অনলাইনে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ‘পাল্টা আক্রমণের’ জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে আবদুল্লাহ কনভেনশন সেন্টারে ইদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপমন্ত্রী এ আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আপনারা কেন স্বেচ্ছাসেবক লীগে এসেছেন, কেন স্বেচ্ছায় সেবা করতে এসেছেন, সেটা মাথায় রাখতে হবে। আমাদের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যার যা আছে তা-ই নিয়ে মানুষের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার এই দর্শন, এই ভিশন বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। সামনে সংসদ নির্বাচন। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- এই স্লোগান নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব। প্রমাণ করব, আমরা ক্ষমতার রাজনীতি করি না। যদি ক্ষমতার রাজনীতি আওয়ামী লীগ করত, তাহলে আজ দেশের এত উন্নয়ন হত না।’
‘শুধু ক্ষমতা ধরে রাখতে হবে, নিজেদের আয়ের উন্নতি করতে হবে, সেটা আমাদের (আওয়ামী লীগ) রাজনীতি নয়। সেটা করেছিল বিএনপি সরকার। তারা টাকাপয়সা কামিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে ভেবেছিল সারাজীবন ক্ষমতা ধরে রাখতে পারবে। এখানে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য। সুতরাং যার যা কিছু আছে তা-ই নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক লীগকে আগামীতে আবারও যাতে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করতে পারে এবং উন্নয়নের ধারবাহিকতা রক্ষা হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে সাংসদ নওফেল আরও বলেন, ‘আমাদের নেত্রী কি বলছেন, সেটা শুনতে হবে, বুঝতে হবে। যারা অনলাইনে আছেন, তাদের সরকারের উন্নয়নের কাজ প্রচার করতে হবে। যারা অনলাইনে বসে অপপ্রচার করছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমান বিদেশে বসে জামায়াতের শত শত কোটি টাকা, নিজের দুর্নীতির শত শত কোটি টাকা ছড়িয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা মানুষের কল্যাণে কাজ করব আর তারা বিদেশে বসে অনলাইনে বাণী দেবে, কখনও ছোট ছোট বাণী আবার কখনও বড় বড় বাণী দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের মধ্যে ক্ষোভ-রাগ তৈরি করবে- সেটা চলতে পারে না।’
‘আমাদেরও পাল্টা জবাব দিতে হবে। পাল্টা জবাব না দিলে, পাল্টা আক্রমণ না করলে এই অপরাধীরা বাংলাদেশের রাজনীতিতে রয়ে যাবে। তাই আমাদের প্রস্তুত হতে হবে পাল্টা আক্রমণের জন্য। আমরা যে কাজ করছি সেই কাজ তুলে ধরতে হবে। পাশাপাশি তারা যে চুরি-চামারি করেছে সেগুলো তুলে ধরলেই যথেষ্ঠ হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। শেখ হাসিনার মানবিকতায়, বদান্যতায় তাকে কারাগারে থাকতে হচ্ছে না।’ দলের কর্মী হিসেবে শেখ হাসিনার নির্দেশ অক্ষরে-অক্ষরে পালনের জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ নেতাকর্মীরা ছিলেন।
সারাবাংলা/আরডি/পিটিএম