দণ্ডিত হাজী সেলিম কীভাবে বিদেশে গেলেন— জানতে চান রিজভী
৪ মে ২০২২ ১৭:০৩ | আপডেট: ৪ মে ২০২২ ১৯:২১
ঢাকা: উচ্চ আদালতে দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিমের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যতবার খালেদা জিয়ার পরিবার ও মেডিকেল বোর্ড তাকে বাইরে পাঠানোর দাবি জানান, ততবার আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা তারস্বরে চিৎকার করে বলেন, দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে হাজী সেলিমের জন্য সেই সুযোগ কীভাবে হলো?
বুধবার (৪ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজী সেলিমের বিদেশযাত্রা নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন।
রিজভী বলেন, ‘ভয়াবহ শ্বাসরুদ্ধকর সংকটে উপনীত হয়েছে গোটা দেশ। নিশিরাতের মাফিয়া সরকার এদেশের আইন-আদালত-বিচার-আচার-প্রশাসন সবকিছু দলীয়করণের আলখেল্লায় ঢেকে দিয়েছে। আদিম বন্য শাসন চলছে দেশের প্রতিটি সেক্টরে। এখন ক্ষমতাসীনদের ভ্রষ্টাচারের প্রলয় নৃত্য চলছে চারদিকে। আওয়ামী লীগার ও প্রধানমন্ত্রীর ছত্রছায়া প্রাপ্তরা দেশের সকল আইন কানুনের ঊর্ধ্বে।’
বিএনপির জন্য আদালতকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারালয়গুলোকে ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করা হয়েছে। এটা এখন শেখ হাসিনার তথাকথিত ন্যায় বিচারের নতুন মডেল। ক্ষমতাসীনরা হচ্ছে দেশের প্রথম শ্রেণির নাগরিক। তাদের জন্য দেশের কোনো আইন আদালত প্রযোজ্য নয়। বাকি সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক-তারা আওয়ামী লীগের কৃপায় তাদের প্রজা হয়ে বসবাস করছে। আওয়ামী সীলমোহর গায়ে থাকলে ফাঁসির আসামিও নিষ্পাপ হয়ে যায়।’
রিজভী বলেন, ‘দুর্নীতির মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সগৌরবে বীরদর্পে শনিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড চলে গেছেন। দুর্নীতির মামলায় হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমের কাছে স্বীকার করে জানিয়েছেন, কয়দিন আগে হাজী সেলিম তার অফিসে যেয়ে দেখা করেছিলেন।’
‘অথচ গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে কথিত দুর্নীতির মিথ্যে মামলায় বন্দি রেখে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেওয়ার পরও বিদেশে তার চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয় না। বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড এবং তার পরিবার বারবার আবেদন নিবেদন করলেও বিনা ভোটের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা দেশনেত্রীকে নিয়ে উপহাস কটাক্ষের ধারাবর্ষণ করে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বাধা দেওয়ার জন্য আইনমন্ত্রী আনিসুল হক নানা কারসাজী করে থাকেন। আর হাজী সেলিম কোনো অনুমতি না নিয়েই সরকারের প্রশ্রয়ে বিদেশ চলে যান, তখন আনিসুল হক নিশ্চুপ’- বলেন রিজভী।
‘নিশিরাতের বিনাভোটের বিতর্কিত আওয়ামী লীগের একজন এমপি যে সুবিধা পেতে পারেন, সর্বাধিক ভোটে বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী সেই সুযোগ পান না। আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজি সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে ?’- প্রশ্ন রুহুল কবির রিজভীর।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম