ফের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে উ. কোরিয়া
৪ মে ২০২২ ১৬:২৩ | আপডেট: ৪ মে ২০২২ ১৮:১৯
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্ব উপকূলে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপান সরকার এ দাবি করেছে। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার ১৪তম মিসাইল পরীক্ষা। তবে পিয়ংইয়ং এ বিষয়ে কিছু জানায়নি।
গত সপ্তাহে সম্ভাব্য সর্বোচ্চ গতিতে তার পরমাণু শক্তির বিকাশ ঘটাতে চায় বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। এ ঘোষণার সপ্তাহ না পেরোতেই আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে পিয়ংইয়ং-এর সুনান এলাকা থেকে মিসাইল নিক্ষেপ করা হয়। মিসাইল নিক্ষেপের তথ্য জাপানের কোস্টগার্ডও নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ আরও জানান, মিসাইলটি শব্দের চেয়ে ১১ গুণ বেশি দ্রুত গতিতে ৪৭০ কিলোমিটার উড়ে সমুদ্রে পড়ে।
সারাবাংলা/আইই