দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২
৪ মে ২০২২ ১৩:৪৮ | আপডেট: ৪ মে ২০২২ ১৩:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সেমিপাকা ঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বড়দা বিশ্বাস সড়কে ছোট কালী বাড়ির সামনে প্রবাসী শ্যামল দাশের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
দেয়াল ধসে নিহত রুদ্র দাশ (১২) রাউজান পৌরসভার ছত্তরপাড়া গ্রামের সুকুমার দাশের ছেলে।
আহতরা হলেন— রুদ্র দাশের মাসি লাকী দাশ (৫০) ও তার মেয়ে প্রিয়সী দাশ (২২)। তাদের বাড়ি পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. জহির হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, ইদের ছুটিতে রুদ্রের মা প্রিয়াংকা ও তার বোন লাকী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শ্যামল দাশের পুরনো সেমিপাকা বাড়ির দেয়াল জরাজীর্ণ অবস্থায় ছিল। রাতে সেটি আকস্মিকভাবে ধসে পড়ে। এতে রুদ্র মারা যায়। একই ঘরে তার মা প্রিয়াংকা থাকলেও তিনি অক্ষত আছেন।
ঝুঁকি বিবেচনায় আপাতত শ্যামল দাশের মালিকানাধীন ঘরগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর