Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির শীর্ষ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ২৩:২৪ | আপডেট: ৪ মে ২০২২ ১১:৩১

ঢাকা: খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মঙ্গলবার (৩ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান স্থায়ী কমিটির সাত সদস্য।

সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইদের শুভেচ্ছা জানাতে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। এই সাক্ষাৎ আমরা আগেও করেছি- যখন তিনি কারাগারে ছিলেন না, গৃহে অন্তরীণ ছিলেন না। ওই সময় আমরা ঘরের ভেতরে না, ঘরের বাইরে লনে বসে ইদের শুভেচ্ছা বিনিময় করতাম।’

বিজ্ঞাপন

‘আমাদের এবারকার সাক্ষাৎ খুব বেশি আনন্দময় ছিল না। আনন্দময় যতটুকু ছিল তা এজন্য যে, প্রায় বছর খানেক পর আমরা তার সঙ্গে দেখা করতে পারলাম, তার কথা শুনতে পারলাম এবং আমাদের যে শুভেচ্ছা, তা জানাতে পারলাম। দেশবাসী যে তার জন্য প্রার্থনা করছে সেই কথাটাও আমরা জানাতে পারলাম’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন অসুস্থ আপনারা জানেন। এই অসুস্থতার মধ্যেও তিনি দেশের মানুষের অবস্থা জানতে চেয়েছেন এবং বর্তমানে যে সামগ্রিক অবস্থা সে ব্যাপারে অবগত হয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।’

খালেদা জিয়া দেশবাসীকে ইদের ‍শুভেচ্ছা জানিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নিজের জন্য দোয়া চেয়েছেন এবং দেশবাসীর জন্য দোয়া করেছেন। এদেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, গণতন্ত্র ফিরে পায়, মানুষ তার অধিকার ফিরে পায়— এই প্রার্থনা তিনি করেছেন।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখনো অত্যন্ত অসুস্থ। এখনো হেঁটে খাবার টেবিলে যেতে তার খুব কষ্ট হয়। এটাই বাস্তবতা। এ থেকেই আপনারা বুঝতে পারবেন তিনি কেমন আছেন।’

দলে নেতাকর্মীদের উদ্দেশে কোনো বার্তা দিয়েছেন কি না?— প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি একই কথা বলেছেন, দেশের জন্য ভালোবাসা তারা (দলের নেতাকর্মী) যেন প্রবল করে এবং দেশকে তারা যেন মুক্ত করে।’

এর আগে, রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান গুলশানের বাসা ফিরোজায় ঢোকেন। শারীরিক দূরত্ব বজায় রেখে ফিরোজার দোতলায় দলীয় প্রধানের সঙ্গে তারা ইদের শুভেচ্ছা বিনিময় করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া বিএনপি সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর