সাপ্তাহিক ছুটি বাতিল ‘বনলতা’র, সকাল থেকে টিকিট বিক্রি শুরু
৩ মে ২০২২ ২৩:০৩ | আপডেট: ৪ মে ২০২২ ১১:১০
ঢাকা: ঢাকা-রাজশাহী রুটে চলাচল করা বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পবিত্র ইদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের চাপ থাকবে। তাই মানুষজনের ঢাকায় ফেরা নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। সাপ্তাহিক ছুটি বাতিল করায় বুধবার ( ৪ মে) সকাল থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (৩ মে) পশ্চিমাঞ্চল রেলওয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডিউল অনুযায়ী ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেন বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি শুক্রবার। কিন্তু ইদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। যাত্রীসেবার বিষয় বিবেচনায় নিয়ে বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি চাপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে শুক্রবার (৬ মে) ঢাকার উদ্দেশে রওয়ানা করবে। এদিন যাত্রার জন্য বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি হবে।
এছাড়া বুধবার (৪ মে) থেকে করতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), একতা এক্সপ্রেস (ঢাকাগামী) টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস যথা নিয়মে চলাচল করবে বলে আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। পাশাপাশি স্বপ্নীল কমিউটার ট্রেন লোকাল যাত্রী পরিবহন করবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, এসব আন্তঃনগর ট্রেনের টিকিটের অর্ধেক অনলাইনে এবং অর্ধেক কাউন্টার থেকে বিক্রি হবে।
সারাবাংলা/জেআর/পিটিএম