Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে প্রেমসংক্রান্ত ঘটনায় যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ২২:৪৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রনি (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) বিকেলে উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের রফিক দেওয়ানের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার ওয়াইজনগর গ্রামের নয়াব আলীর ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সাহরাইল গ্রামের ইদ্রিস আলির ছেলে শান্তসহ (১৮) আরও চার/পাঁচ জন মিলে রনিকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রনির মহদেহ এখনও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/পিটিএম

খুন মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর