এলপিজির নতুন দাম নির্ধারণ ৫ মে
৩ মে ২০২২ ২২:৪১ | আপডেট: ৪ মে ২০২২ ১১:০২
ঢাকা: টানা তিন মাস ধরে বাড়তি রয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। আগামী বৃহস্পতিবার (৫ মে) নতুন করে ফের এলপিজির দাম নির্ধারণ করে দেবে বাংলাদেশ রেগুলেটরি কমিশন- বিইআরসি। আদালতের রায় মেনে গত বছর থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নিয়ম অনুযায়ী প্রতি মাসের তিন তারিখের মধ্যে এক মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। কিন্তু এবার ৩ মে পবিত্র ইদুল ফিতর অনুষ্ঠিত হওয়ায় তা পিছিয়ে নতুন দাম ঘোষণা করা হবে ৫ মে।
বিইআরসি’র বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় মে মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের জন্য সিলিন্ডার প্রতি ৫০ টকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর ফেব্রুয়ারি মাসে বাড়ানো হয় ৬২ টাকা, মার্চে প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১৩৯১ টাকা। আর এপ্রিলে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।
সারাবাংলা/জেআর/পিটিএম