ধামরাইয়ে বন্দুকযুদ্ধে ৩ ‘ডাকাত’ নিহত
১৭ এপ্রিল ২০১৮ ১৯:৫০ | আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৯:৫৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঢাকা (ধামরাই): ধামরাইয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় দুই র্যাব সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী।
এ বিষয়ে তিনি বলেন, ‘ফুকুটিয়ার একটি রাস্তায় একটি এনজিওর টাকাসহ একটি গাড়িতে ডাকাতি হবে বলে জানতে পারে র্যাব। এ সময় র্যাব-২ এর একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো। গাড়িটি কেলিয়া এলাকায় পৌঁছালে রাস্তার মধ্যে তিনটি মোটরসাইকেলে কয়েকজন লোক র্যাবের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এ সময় র্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হয়।’
এ সময় র্যাবের দুই সদস্য ও তিন ডাকাত আহত হয় বলেও জানান তিনি।
পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহত তিন ডাকাতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আহতদের ধামরাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ আল মামুন বলেন, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/ এমএইচ/এমআইএস