Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের ছুটিতেও ঢামেকে চলছে স্বাভাবিক স্বাস্থ্যসেবা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৭:৪৯

ঢাকা: আজ পবিত্র ইদুল ফিতর। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবে সবকিছু বন্ধ থাকলেও জরুরি সেবাগুলো খোলা থাকে। জরুরি সেবাগুলোর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসেবা। তাই ছুটিতেও খোলা রয়েছে হাসপাতালগুলো। তবে হাসপাতালের মুসলিম স্টাফ, নার্স ও ডাক্তাররা ছুটিতে রয়েছেন। কিন্তু এই সময়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন অন্য ধর্মাবলম্বী নার্স ও চিকিৎসকরা। তাই চিকিৎসা সেবা নিয়ে বেগ পেতে হচ্ছে না রোগীদের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মে) ইদের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে আগের মতোই কাজ চলছে। ওয়ার্ডে আগের মতোই ডিউটি করছেন নার্স ও ওয়ার্ডবয়রা। হাসপাতালের নিওরোসার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নার্সিং কর্মকর্তা রোগীর প্রেসার মেপে দিচ্ছেন।

নয়ন বড়াল নামে ওই নার্সিং কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘মুসলমানদের প্রধান উৎসব ইদুল ফিতর। আমাদের ওয়ার্ডে যারা মুসলিম ছিলেন তাদের ছুটি দেওয়া হয়েছে। সকাল থেকে ওয়ার্ড ইনচার্জ সঞ্জয় সরকার ও আমি ডিউটি করছি। আবার আমাদের কোনো উৎসব থাকলে মুসলিম কলিগরা ডিউটি করেন। আর আমরা ছুটিতে যাই।

এদিকে, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম সারাবাংলাকে বলেন, ‘ইদের দিনের কর্মকাণ্ড দেখতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল ঢামেক হাসপাতাল পরিদর্শনে আসেন। তারা চিকিৎসক, নার্স এবং রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রোগীদের মাঝে উন্নতমমানের খাবার পরিবেশন করা হয়।’

ডা. আশরাফুল বলেন, ‘এ সময় রোগীদের জন্য সরবরাহকৃত উন্নতমানের খাবার নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। ইদের দিনেও ঢাকা মেডিকেল তার সব সেবাই চালু রেখেছে। ইদের দিনে ডিউটি করায় সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।’

ডা.আশরাফুল ইসলাম বলেন, ‘ইদের দিন উপলক্ষে হাসপাতালের রোগীদের দুপুরে পোলাও, দুই পদের গোস্ত, কোরমা, সালাদ ও বিভিন্ন রকমের ফল ছিল। সকালে সেমাইসহ অন্যান্য কয়েক রকমের নাস্তা ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ইদের ছুটি টপ নিউজ স্বাভাবিক স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর