Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের নামাজের গোসল করতে গিয়ে বজ্রপাতে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৬:৫৬ | আপডেট: ৩ মে ২০২২ ১৭:৩৬

টাঙ্গাাইল: কালিহাতী উপজেলায় ধলেশ্বরী নদীতে ইদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতিয়া দক্ষিণপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া। রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সকাল ৮টার দিকে নিহত তিন জনসহ পাঁচ জন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাত হলে পাঁচ জনই আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর দুইজন গ্রামের ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চলে যায়। নিহত‌দের লাশ বা‌ড়ি আনা হ‌য়ে‌ছে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ বজ্রপাত

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর