গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৬:৫১
৩ মে ২০২২ ১৬:৫১
গাইবান্ধা: সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কের পোক্তর মোটর সাইকেল ম্যাকানিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্টারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ