Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষ নিরাপদে ইদ উদযাপন করতে পেরেছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৬:২২

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, এবারের ঈদে বিধি-নিষেধের কড়াকড়ি না থাকায় ইদগা ও মস‌জিদে দেশের মানুষ নিরাপদে ইদের নামাজ আদায় করতে পেরেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ধন্যবাদ জানা‌চ্ছি।”

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মা‌ঝিনা মস‌জিদে পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘মুসলমানদের বড় উৎসব ইদুল ফিতর। গত দুই বছর কোভিড-১৯ মহামারির শঙ্কার মধ্যে কেটেছে জনজীবন। সংক্রমণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন বিধি-নিষেধসহ কঠোর নিয়ন্ত্রণের মধ্যে পালন করতে হয়েছে উৎসবটি। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দ্রুত সময়ে টিকার ব্যবস্থা করায় দেশ এখন করোনাভাইরাস মুক্ত। দেশের জনগণ যেন নির্বিঘ্নে ইদ উৎসব পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ-উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শুধু তাই নয়, দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত সমৃদ্ধ দেশে প‌রিণত হবে। সে লক্ষ্যেই সরকার কাজ ক‌রে যা‌চ্ছে। কিন্তু দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশি-‌বিদেশি চক্র নানা ষড়যন্ত্র কর‌ছে।’

বিজ্ঞাপন

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ইদুল ফিতরে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা এবং ইদ মোবারক জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ইদের আনন্দ আমাদের সবার। ইদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানা‌চ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা ম‌হিবুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃ‌ষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, কায়েতপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অনেকে।

এদিকে, মঙ্গলবার (৩ মে) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী।

সারাবাংলা/এমও

ইদ উদযাপন প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর