Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদ আনন্দ করতে পার্কে, রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৫:২১ | আপডেট: ৩ মে ২০২২ ১৯:০৭

রোলার কোস্টার থেকে পড়ে নিহত শাফিউল ইসলাম রাব্বি

ঢাকা: ইদে আনন্দ করতে বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র শাফিউল ইসলাম রাব্বি (১২)। কিন্তু সেই আনন্দ শোকে পরিণত হতে সময় লাগেনি। রোলার কোস্টার থেকে পড়ে রাব্বি প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে শ্যামপুর ইকোপার্কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত রাব্বির ভাগনে মো. সাইফ জানায়, তাদের বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। দুই ভাই, এক বোনের মধ্যে ছোট ছিল রাব্বি।

সাইফ আরও জানায়, রাব্বিসহ একই এলাকার পাঁচ জন মিলে শ্যামপুর ইকোপার্কে ঘুরতে গিয়েছিল। সেখানে পার্কের মধ্যে রোলার  কোস্টার নামে একটি রাইডে ওঠে তারা। সেখান থেকেই ছিটকে নিচে পড়ে যায় রাব্বি। পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।

রাব্বির মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন তার মা-বাবা। বাবা জনু মিয়া জানান, গেন্ডারিয়ার স্থানীয় তারা। ইদের দিন আনন্দ করার জন্যই রাব্বি কয়েকজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। পরে পার্কের একটি রাইড থেকে নিচে পড়ে যায় বলে শুনেছি। খবর পেয়ে হাসপাতালে এসে দেখি রাব্বি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান দুর্ঘটনায় রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

টপ নিউজ রোলার কোস্টার শ্যামপুর ইকোপার্ক স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর