রাজশাহীতে ইদ জামাতে বৃষ্টির বাগড়া, শান্তি কামনা
৩ মে ২০২২ ১৩:৪১ | আপডেট: ৩ মে ২০২২ ১৩:৫৩
রাজশাহী: রাজশাহীতে ইদুল ফিতরের জামাতে বৃষ্টি বাগড়া দিয়েছে। সে কারণে ইদগাহ প্রস্তুত থাকলেও ইদ জামাত আয়োজন করতে হয়েছে মসজিদে মসজিদে। ইদের নামাজ শেষে হিংসা-বিদ্বেষ, হানাহানির বিপরীতে মানবিক মূল্যবোধ আর পরমতসহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইদের জামাত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে জামাত অনুষ্ঠিত হয় শাহ মখদুম কেন্দ্রীয় মসজিদে।
ইদ জামাতে ইমামতি করেন রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। তাকে সহযোগিতা করেন রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ।
প্রধান জামাতে ইদের নামাজ আদায় করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলার প্রশাসক আবদুল জলিল।
এছাড়া রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরীফুল হকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতা সেখানে নামাজ আদায় করেন।
এরপর সকাল সাড়ে ৮টায় রাজশাহীর কাদিরগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে ইদুল ফিতরের নামাজ আদায় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ভোর ৫টার পর থেকেই রাজশাহীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলে সকাল ৯টা পর্যন্ত। এ কারণে রাজশাহীর প্রায় সব জায়গাতেই ঈদগাহের বদলে বাড়ির কাছে মসজিদে ইদুল ফিতরের নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের।
সারাবাংলা/টিআর