Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১৩:১৪

ঢাকা: মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতরে দেশবাসীকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ।’

মঙ্গলবার (৩ মে) সকালে তিনি তার বাসভবনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ইদের শুভেচ্ছা ও ইদ মোবারক জানান।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আসুন, ‘সমাজের ধনী-গরীব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেই। পরম করুণাময় আল্লাহ- তায়া’লার কাছে প্রার্থনা করি, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা। সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।’

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে,আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, ‘আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আাঁধার দূর করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলতে হবে। করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।’এসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের ষড়যন্ত্র সংকটের সাগর