Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১৯:০৪

নাটোর: বাগাতিপাড়ায় সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মে) দুপুরে নিজ কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে পুলিশ কনস্টেবল মেজবাউল হক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে রাজশাহীর বাঘা যাচ্ছিলেন। পথে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেটখালী এলাকায় একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গতি রোধ করে। পরে ওই দম্পতিকে গাছের সাথে বেঁধে রেখে মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজশাহী থেকে কালাম, রাসেল ও লালচান, পাবনা থেকে আজম ও নাটোরের লালপুর থেকে আফজালকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার করা হয় মোটরসাইকেল ও মেজবাউলের স্ত্রীর স্বর্ণালঙ্কার।

সারাবাংলা/এমও

ছিনতাই পুলিশ কনস্টেবল মোটরসাইকেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর