Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একশ সিনেমা হলে ‘বিদ্রোহী’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১৫:২৬ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫১

শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সেন্সর ছাড়পত্র পেয়েছিল ২০২০ সালের মার্চে। কথা ছিল সে বছরের ইদুল ফিতরে সিনেমা হলের দর্শকরা ছবিটি দেখতে পাবেন। কিন্তু সারাদেশের করোনার প্রকোপ শুরু হলে ছবির মুক্তি পিছিয়ে যায়। এরপর একবার প্রযোজনা সংস্থা থেকে ঘোষণা দেওয়া হয় ওটিটিতে দেখা যাবে ছবিটি। অবশেষে ছবিটি এবারের ইদে মুক্তি পাচ্ছে। সিনেমা হলে বন্ধের এ সময়ে ছবিটি দেখা যাবে একশটি সিনেমা হলে।

‘বিদ্রোহী’ ছবির চূড়ান্ত সিনেমা হল তালিকা সারাবাংলার পাঠকদের জন্য দেওয়া হল।

বিজ্ঞাপন

ঢাকার মধ্যে হল: ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (হাজারীবাগ, ঢাকা), গীত (যাত্রাবাড়ী, ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার, ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, ঢাকা),

ঢাকার বাইরের হল: গুলশান (চাষাড়া, নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর, নারায়নগঞ্জ), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), উল্কা (জয়দেবপুর, গাজীপুর), শাপলা (শ্রীপুর, গাজীপুর), রজনী (চন্দ্রা, গাজীপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), মনিহার (যশোর), ময়ুরী (বাগআচড়া, যশোর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), ছন্দা (পটিয়া, চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), অভিরুচি (বরিশাল), আলিম (কলাপাড়া, পটুয়াখালী), আলিম (মঠবাড়িয়া, পিরোজপুর), লাভলু (আমতলী, বরগুনা), লিপি (গলাচিপা, পটুয়াখালী), বৈশাখী (বাউফল, পটুয়াখালী), রূপসী (ভোলা), সবুজ (চরফ্যাশন, ভোলা), রাজলক্ষ্মী (মেহেন্দীগঞ্জ, বরিশাল), তিতাস (পটুয়াখালী), নন্দিতা (সিলেট), মোহন (হবিগঞ্জ), মনিকা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), জয় (শমসেরনগর, মৌলভীবাজার), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল, মৌলভীবাজার), শাপলা (রংপুর), সোনালী (ঘোড়াঘাট, রংপুর), মিতা (বদরগঞ্জ, রংপুর), সূচনা (হাতীবান্ধা, রংপুর), মমতা (মাধবদী, নরসিংদী), ছন্দা (হাসনাবাদ, নরসিংদী), রুনা (চালাকচর, নরসিংদী), রাজ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), দর্শন (ভৈরব, কিশোরগঞ্জ), সুমন (মঠখোলা, কিশোরগঞ্জ), ভাই ভাই (সখিপুর, টাঙ্গাইল), শাহীন (বল্লাবাজার, টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর, টাঙ্গাইল), পূরবী (ময়মনসিংহ), প্রিয়া (গৌরীপুর, ময়মনসিংহ), চিত্রপুরী (ত্রিশাল, ময়মনসিংহ), রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ), অন্তর (ফুলবাড়িয়া, ময়মনসিংহ), সোনালী (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ), সোনালী (টেকেরহাট, মাদারীপুর), মিলন (মাদারীপুর), মধুছন্দা (মধুখালী, রাজবাড়ী), বৈশাখী (কালুখালী, রাজবাড়ী), সাধনা (রাজবাড়ী), চিত্রাবাণী (গোপালগঞ্জ), অন্বেষা (মুকসুদপুর, গোপালগঞ্জ), রাজিয়া (সদরপুর, ফরিদপুর), বনলতা (ফরিদপুর), ফাইভস্টার (দেলুয়াবাড়ি, রাজশাহী), লাকী (বাঘা, রাজশাহী), আনন্দ (তানোর, রাজশাহী), বুলবুল টকিজ (মহাদেবপুর, নওগাঁ), মিতালী (সারাইগাছী, নওগাঁ), তাজ (নওগাঁ), মধুমিতা (মাগুরা), আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর, নাটোর), বাণী (লক্ষ্মীপুর), আলোরুপা (লালমনিরহাট), মনামী (খোকসা, কুষ্টিয়া), আয়না (আক্কেলপুর, জয়পুরহাট), পৃথিবী কমপ্লেক্স (জয়পুরহাট), তাজ (গাইবান্ধা), রুমা (জুমারবাড়ী, গাইবান্ধা), তামান্না (সৈয়দপুর), রূপালী (কুমিল্লা), রূপসী (লাকসাম, কুমিল্লা), নবীন (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), গৌরী (শাহজাদপুর, সিরাজগঞ্জ), আলোছায়া (শরীয়তপুর), সত্যবতী (শেরপুর), অন্তরা (নালিতাবাড়ী, শেরপুর), লাবনী (সাতক্ষীরা), লক্ষ্মী (শ্যামনগর, সাতক্ষীরা), ঝংকার (বকশীগঞ্জ, জামালপুর), অন্তরা (মাদারাগঞ্জ, জামালপুর), ভাই ভাই (দেওয়ানগঞ্জ, জামালপুর), ক্লিওপেট্রা (ধুনট, বগুড়া), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ, নোয়াখালী), শ্যামলী (চৌমুহনী, নোয়াখালী), প্রিয়া (ঝিনাইদহ), দুলাল (ফেনী), অবকাশ (ফুলবাড়ী, দিনাজপুর), অবকাশ (বিরামপুর, দিনাজপুর), কাজলী (মতলব, চাঁদপুর), দীপাঞ্চল (চর রাজিবপুর, কুড়িগ্রাম), মানসী (উলিপুর, কুড়িগ্রাম), মৌচাক (ভাঙ্গুড়া, পাবনা)।

বিজ্ঞাপন

দোলোয়ার হোসেন দিল লিখেছেন ‘বিদ্রোহী’র চিত্রনাট্য। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ও নবাগত মৃদুলা। এছাড়া আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ।

নির্মাণাধীন অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয়। ২০১৮ সালে মাননীয় সরকার একটা প্রেম দরকার নামে মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে কালপ্রিট ,একটু প্রেম দরকার ও ক্রিমিনাল রাখা হয়। সর্বশেষ বিদ্রোহী’ নামে সেন্সর ছাড়পত্র নেয়।

‘বিদ্রোহী’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। পরিচালনা করেছেন শাহীন সুমন।

সারাবাংলা/এজেডএস

বিদ্রোহী বুবলি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর