Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিল পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১৪:২৪

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে‌ছে। ‌সোমবার (২ মে) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাঁওঘাট এলাকায় মিতা স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। তবে ইদের ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিতা স্পিনিং মিলে পরিদর্শনে যান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। এসময় মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিল ঘু‌রে দে‌খেন।

বিজ্ঞাপন

ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল মিয়া জানান, সকাল সাড়ে ৯টায় মিতা স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে তদন্তের পর বলা যাবে।

সারাবাংলা/এসএসএ

বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর