প্রীতির পরিবারকে ২০ লাখ, সাংবাদিক সোহেলকে ৩০ লাখ টাকা অনুদান
২ মে ২০২২ ১৩:৫৩ | আপডেট: ২ মে ২০২২ ১৫:১৫
ঢাকা: রাজধানীর শাহজানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের সময় গুলিতে নিহত কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সিনিয়র সাংবাদিক সোহেল সানীর উন্নত চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার জন্য ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দিয়েছেন।
সোমবার (২ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা জামাল উদ্দিন ও সোহেল সানীর হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গত তিন বছরে ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ কোটিরও বেশি টাকা অনুদান দেওয়া হয়ছে।
ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় গত ২৪ মার্চ রাত ১০টার দিকে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছোঁড়ে হেলমেটধারী আততায়ী। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।
এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। টিপু প্রায় এক দশক আগে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ছিলেন।
সারাবাংলা/এনআর/টিআর
প্রধানমন্ত্রীর অনুদান সামিয়া আফনান প্রীতি সিনিয়র সাংবাদিক সোহেল সানী