ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ইদ উদযাপন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১১:১৩ | আপডেট: ২ মে ২০২২ ১৩:২৮
২ মে ২০২২ ১১:১৩ | আপডেট: ২ মে ২০২২ ১৩:২৮
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ইদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মে) সকাল ১০টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ইদের নামাজ আদায় করেন এবং ইদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।
জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ,বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে বর্তমান বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/এসএসএ