শিমুলিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ
২ মে ২০২২ ১১:০১ | আপডেট: ২ মে ২০২২ ১৩:২৮
মুন্সীগঞ্জ: ইদের আগের দিনে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের চাপ কমেছে। গত কয়েকদিনের তুলনায় আজ সোমবার (২ মে) যাত্রী ও যানবাহন অনেকটাই কম।
১০টি ফেরিতে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য হালকা পরিবহনসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে শিমুলিয়া ঘাটে।
অন্যদিকে, শিমুলিয়া ঘাটে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে বেশি যাত্রী নিয়ে পারি দিচ্ছে পদ্মা নদী।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চে করেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ইদকে সামনে রেখে বর্তমানে শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে।