মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
১ মে ২০২২ ২২:৩১
মেহেরপুর: মেহেরপুরের গাংনীর ইদগাহ পাড়ায় নির্মাণাধীন ভবনে প্লেনশিট খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাল্টু (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত লাল্টু গাংনীর মহিলা কলেজ পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, লাল্টু ঈদগাহ পাড়ার জাকির হোসেনের ভবনের ছাদে নির্মাণ কাজ করছিলেন। ভবনের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে হঠাৎ একটি প্লেনসিটের স্পর্শ লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে লাল্টু ছাদ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়।
এসময় ভবনে কর্মরত শ্রমিকরা লাল্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও