Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে খুন হন রনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ১৭:৫১ | আপডেট: ১ মে ২০২২ ২২:১১

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে যুবক রবিউল ইসলাম রনি মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব-৮। একইসঙ্গে হত্যাকাণ্ডের ১১ দিনের মধ্যে মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলাম মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুনকে (৩৭) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। একই সময় তার চাচাতো ভাই আব্দুর রবকেও (৩৫) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ মে) বরিশালের রূপাতলী এলাকায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮-এর অধিনায়ক জামিল হাসান। এসময় জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

র‌্যাব-৮ অধিনায়ক জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংশ্লিষ্টতার জেরে গত ১৯ এপ্রিল রাতে বাকেরগঞ্জের সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লা ও তার দুই ভাইকে দেশীয় অস্ত্র ধারালো দা, রামদা, ছেনা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মামলার অন্যতম আসামি মো. জহিরুল ইসলাম মামুন ও তার সহযোগীরা। পরে রনি মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনির বাবা মো. ইয়াছিন আলী মোল্লা গত ২১ এপ্রিল বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ বরিশালের একটি দল শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় মো. জহিরুল ইসলাম মামুন (৩৭) ও একই এলাকার আব্দুর রবকে (৩৫) নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করে। রোববার সকালে তাদের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর

আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তার ঘিরে খুন হত্যাকারী গ্রেফতার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর