Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ আন্দোলনে বিশ্বাস করে না, মানুষ শান্তি চায়: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ২২:১৫

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জনগণ এখন আন্দোলনে বিশ্বাস করে না, মানুষ এখন শান্তি চায়। আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় এসেছে। সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

রোববার (১ মে) নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শ্রমজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এফবিসিসিআিইয়ের পরিচালন ও নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি অলী হোসেন শিশিরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় দুই হাজার পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।

এর আগে, মন্ত্রী জেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।

সারাবাংলা/এমও

আন্দোলন জনগণ শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর