Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি, খোলা থাকছে ইমিগ্রেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ২১:৪৬

দিনাজপুর: দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে দুই দেশের ব্যবসায়ীরা। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম।

রোববার (১ মে) সকাল থেকেই এই স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,‘মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে রোববার (১ মে) থেকে আগামী শুক্রবার (৬ মে) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক আজ সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে আবারও ৭ মে শনিবার এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।’

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দরে ৬দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া সব দিন পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাসপোর্ট যাত্রীরা চাইলে এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারত-বাংলাদেশের মাঝে যাতায়াত করতে পারবেন। ঈদের দিনও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

বিজ্ঞাপন

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, ‘সরকারি ছুটির দিন ছাড়া সব দিন হিলি কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। আমদানিকারকরা চাইলে সেদিন পণ্য ছাড়করণের জন্য কাস্টমস কাজ করতে পারবেন।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি ইমিগ্রেশন হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর