পথশিশুদের ইদের পোশাক দিল ইসলামী আন্দোলন
১ মে ২০২২ ২১:০৫ | আপডেট: ১ মে ২০২২ ২৩:৪০
ঢাকা: রাজধানীতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ইদের পোশাক বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।
রোববার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রায় দুই শতাধিক পথশিশুর মাঝে ইদের পোশাক বিতরণ করেন সংগঠনটির নেতারা।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, ‘সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের ওপর আবশ্যকীয় কর্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সুবিধা বঞ্চিতদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা. মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শাহাদাত হোসাইন প্রধানিয়া, শফিকুল আমীন খান, নগর ও পল্টন থানার নেতারা।
পথ শিশুদের সঙ্গে ইদ করবেন নেতারা
এদিকে দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে পথশিশু ও সুবিধা বঞ্চিতদের সঙ্গে ইদ উদযাপন করবেন ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। তারা পথশিশুদের সঙ্গে বসে ইদের খাবার খাবেন এবং ইদানন্দে অংশ নেবেন।
সারাবাংলা/এজেড/পিটিএম