অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
১ মে ২০২২ ১৯:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।
রোববার (১ মে) বিকেলে চট্টগ্রাম বন্দর-ভাটিয়ারি টোল রোডে আকবর শাহ থানার বাংলাবাজার সাহেব বাবুর বৈঠকখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী জোছনা বেগম (৭৫) ও রিকশা চালক রাজু দাশ (৪০)।
ঘটনাস্থলে যাওয়া আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, নগরীর হালিশহর থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারির দিকে যাচ্ছিল প্রাইভেটকার ও অটোরিকশা। বাংলাবাজার এলাকায় গিয়ে বেপরোয়া গতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি রাস্তার পাশে ছিটকে পড়ে।
এতে রিকশা চালক রাজু দাশ ঘটনাস্থলেই মারা যান। আর প্রাইভেটকারের যাত্রী জোছনা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন বলে জানান বলে জানান এস আই মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/আরডি/পিটিএম