Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ১৭:৫৭

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার প্রায় ৪৩০ জন প্রান্তিক জনগোষ্ঠির কামার, কুমার, নাপিতসহ বিভিন্ন ক্ষুদ্র পেশার লোকজনের হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

রোববার (১ মে) দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অংশ নেন মন্ত্রী। উপজেলা করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়াম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসূচির আওতায় উপকারভোগীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উপকারভোগী প্রত্যেককে নগদ ১৮০০০ টাকা এবং ১৮ জন ভিক্ষুককে একটি করে ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু জাফর, ডিডি সমাজসেবা লালমনিরহাট মো. আব্দুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুলসহ অনেকে।

সারাবাংলা/এমও

অনুদানের চেক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর