ব্রিজের উপর থেকে মৃত নবজাতক উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২২ ১৭:২৮ | আপডেট: ১ মে ২০২২ ১৭:৩০
১ মে ২০২২ ১৭:২৮ | আপডেট: ১ মে ২০২২ ১৭:৩০
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে একটি ব্রিজের উপর থেকে মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। কাপড়ে মোড়ানো ছিলো নবজাতকটি।
রোববার (১ মে) সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিনাজপুর-বগুড়া মহাসড়কের বাজিতপুর ব্রিজ এলাকা থেকে মৃত নবজাতকটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
তিনি বলেন, ‘রাতে কে বা কারা কাপড়ে মোড়ানো একটি মৃত নবজাতক দিনাজপুর-বগুড়া মহাসড়কের বাজিতপুর ব্রিজের উপর ফেলে রেখে পালিয়ে যায়। সকালে পথচারী ও স্থানীয়রা মৃত নবজাতকটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নবাবগঞ্জ থানা পুলিশ।’
সারাবাংলা/এমও