Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৫

সারাবাংলা ডেস্ক
১ মে ২০২২ ১৬:৩৩ | আপডেট: ১ মে ২০২২ ২০:৪৪
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশ টানা ১১ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ১৭ জন।
রোববার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৫ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
করোনাভাইরাস বিষয়ক বুলেটিনে বলা হয়— সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭০৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৪৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ১০৯টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

করোনা টপ নিউজ মৃত্যু সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর