শিমুলিয়া ঘাটে মানুষের ঢল
১ মে ২০২২ ১১:৩২ | আপডেট: ১ মে ২০২২ ১৩:০৫
মুন্সীগঞ্জ: দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে। রোববার (১ মে) সকাল থেকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। যানবাহন নিয়ন্ত্রণে রাখতে ৪টি ফেরিঘাটের মধ্যে ১ নম্বর ফেরিঘাট দিয়ে কেবল মোটরসাইকেল আরোহীরা যাবেন। বাকি তিনটি দিয়ে পার হবে অন্যান্য যানবাহন ও যাত্রীরা। দিনের বেলায় ১০টি এবং রাতে ৭টি ফেরি চলাচল করে। তবে রাতে ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করেছে।
এছাড়া গতকাল রাত ৭টায় বৈরি আবহাওয়া ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ । সকাল ৬টায় আবারও লঞ্চ ও স্পিড বোট চালু হয়।
ফেরি ঘাটে পৌঁছা মাত্রই ঘরমুখো শত শত মানুষ ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। তীব্র গরমে ফেরি পার হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন ঈদযাত্রায় শামিল হয়ে নাড়ির টানে বাড়ির উদ্দেশে রওনা দেওয়া মানুষ। এই নৌপথে ফেরিতে করে ভারী যানবাহন পারাপার নিষিদ্ধ থাকায় হালকা যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নিয়ে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১টি জেলার মানুষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে পাঁচ শতাধিক যানবাহন ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে।
সারাবাংলা/এসএসএ