Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ২০:৪৮

বরিশাল: বরিশালের দুই উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে ও সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মমিন (৮) নলছিটি উপজেলার বারইকরন গ্রামের শামসুল হকের ছেলে। অপর শিশু সার্থক মণ্ডল (৪) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মন্টু মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শিশু মমিন দুপুরে কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।

এদিকে আগৈলঝাড়ায় শিশু সার্থক সকালে খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির লোকজন পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজিব জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে যাওয়া শিশুটির মৃত্যু হয়।

সারাবাংলা/একে

পানিতে ডুবে মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর