Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজে যেতে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ২০২৩ পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ১৮:৫৩

ফাইল ছবি

ঢাকা: এ বছর যারা হজে যেতে চাচ্ছেন তাদের পাসপোর্টের মেয়াদ অন্তত ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। আর যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট করার নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। শনিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ে ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীনের সই করা নির্দেশনায় বলা হয়, চলতি বছরের (১৪৪৩ হিজরি) হজ মৌসুমে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুরা পাসপোর্টের মেয়াদ যাচাই করে কমপক্ষে ২০২৩ সালোর ৪ জানুয়ারি পর্যন্ত মেয়াদযুক্ত পাসপোর্ট প্রস্তুত রাখবেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে করতে হবে তারা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন এবার হজে যেতে পারবেন। মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর হজ পালন সীমিত পরিসরে করায় বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ পাসপোর্ট হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর