Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০০ বন্দিকে ইদ উপহার দিলেন উপমন্ত্রী নওফেল

সারাবাংলা ডেস্ক
৩০ এপ্রিল ২০২২ ১৭:১০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই হাজার বন্দিকে ইদের পোশাক দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারাগারে বন্দি মায়ের সঙ্গে অবস্থান করা ৫০ শিশুও পেয়েছেন উপমন্ত্রীর উপহার।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কারাগারে বন্দিরের মাঝে ইদ উপহার বিতরণ করেন উপমন্ত্রী নওফেল।

এ সময় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের কারাগারগুলোর অনেক উন্নয়ন করেছে। আগে আমরা দেখতাম- কারাগারগুলো জ্বরাজীর্ণ, বসবাসের অনুপযোগী। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কারাগারগুলো সংস্কার করে আধুনিক করা হয়েছে। খাবারের মানও উন্নত করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইদ উপহার বিতরণ করতে এসেছি।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় কারাবন্দিদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুর সবুর লিটন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইদ উপহার নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর