শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ আরও বেড়েছে
২৯ এপ্রিল ২০২২ ১৫:৪৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৫:৫০
মুন্সীগঞ্জ: নাড়ির টানে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে দেশের দক্ষিণ ও দক্ষিণপশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েই চলেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। তবে শিমুলিয়া-মাঝিকান্দির সঙ্গে এবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চালু থাকায়যাত্রী ও যানবাহন পারাপারে বেড়েছে গতি। ঘাটে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য জটের সৃষ্টির হচ্ছে, ভোগান্তি বাড়ছে।
এছাড়াও মোটরসাইকেলের ভিড়ে অন্যান্য যানবাহন ফেরিতে উঠতে বিলম্ব এবং অপেক্ষায় থাকতে হচ্ছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট ঘাটেও যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে।
এই ইদে প্রায় এক সপ্তাহের ছুটিতে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। এছাড়া করোনার কারণে দুই বছর বাড়ি ফেরার সুযোগ কম থাকায় এবার বেশি পরিমাণে মানুষ স্বজনদের সঙ্গে ইদ করার জন্য বাড়িতে ফিরছেন। তাই শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে অন্যান্য সময়ের চাইতে কয়েকগুণ বেশি।
লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা যায়, যাত্রীদের ক্রমাগত আগমন অব্যাহত রয়েছে। যাত্রীদের উপস্থিতি কয়েকগুণ বেড়েছে ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক এস এম আতিকুজ্জামান বলেন, শিমুলিয়া বাংলাবাজার শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে মোট ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করছি।
তিনি আরও বলেন, আজ সকাল বেলা হঠাৎ করে একসঙ্গে পাঁচ ছয়শতাধিক গাড়ি চলে আসায় একটু সমস্যা হয়েছে। তবে আশা করছি আর দুই ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. সোলেইমান জানান, এ নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন।
অপরদিকে এই ঘাট থেকে দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে বলে জানিয়েছেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক সোলেইমান।
সারাবাংলা/এনএস