অতিরিক্ত ভাড়া না নিতে বাস মালিকদের প্রতি সেতুমন্ত্রীর আহ্বান
২৯ এপ্রিল ২০২২ ১২:৩৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৬:২৫
ঢাকা: জাতীয় স্বার্থে ইদে ঘরমুখো মানুষের থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষ পরিবহন মালিক শ্রমিক নেতাদের এ আহবান জানান সেতুমন্ত্রী।
পথে পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন।’
বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়কের অবস্থা অনেক ভালো বলেও মনে করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘দেখতে দোখতে ১৩ বছর গত হলো বিএনপির আন্দোলন হবে কোন বছর? বিএনপি নেতাদের কাছে জানতে চান তাদের আন্দোলনের নেতা কে?’
বিএনপিকে পথহারা পথিকের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা কখন যে কি বলে তা তারা নিজেরাও জানে না।’
সারাবাংলা/এনআর/এনএস
গাবতলী বাস টার্মিনাল টপ নিউজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের