রাজধানীতে তেলের গাড়ির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২৯ এপ্রিল ২০২২ ০৯:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১২:৪৮
ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজে তেলের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছে। দুই নিহত ব্যক্তির নাম এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার তাদের মৃত ঘোষণা করেন।
নিহত এনতারুজ্জামানের বাবার নাম আব্দুস সালাম। তিনি রাজধানীর খিলবাড়িরটেক এলাকায় থাকতেন। আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে। তাদের দু’জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ফ্লাইওভারের উপরে একটি তেলের গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই ছিটকে পরে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। আর মৃতদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ফারুকুল আলম।
সারাবাংলা/এসএসআর/এনএস