Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ বছর পর উন্মুক্ত হলো বাদুরতলী খাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ২৩:০৬

কুয়াকাটা: কলাপাড়ায় দীর্ঘ ১১ বছর পর ‘বাদুরতলী খাল’ উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ কেটে এ খালটি উন্মুক্ত করেন।

এর আগে, গতকাল খাল উন্মুক্তের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন কৃষকরা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে খালটি উন্মুক্তের নির্দেশ দেন জেলা প্রশাসক কামাল হোসেন।

খাল উন্মুক্তের সময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন মোল্লা ও সদর ইউনিয়নের তহশীলদার কাইয়ুমসহ থানা পুলিশের সদস্যরা।

টিয়াখালীর ইউনিয়নের ওই খালটিতে স্থানীয় বেশ কয়েশ প্রভাবশালী গত ১১ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।

সারাবাংলা/এমও

উন্মুক্ত কলাপাড়া বাদুরতলী খাল মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর