Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ২২:১৩

লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর শবে কদর, মে দিবস, ইদ ও সাপ্তাহিক ছুটিসহ সাত দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। এ ছুটির ঘোষণা দিয়েছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় শবে কদর ৩০ এপ্রিল, মে দিবস ১ মে ও ইদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল ) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (৬ মে) সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকিবে।

বিজ্ঞাপন

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন বন্ধ থাকার বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অফ কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস , চ্যাংড়াবান্ধা আমদানি- রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোটার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোটার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ (শুক্রবার) সাতদিন বন্ধ থাকবে। আগামী শনিবার (৭ মে) থেকে যথারীতি ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।’

বিজ্ঞাপন

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সব কার্যক্রম চালু থাকবে। এসময় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়ত করতে পারবেন।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ‘ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রফতানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসময় কাস্টমস কার্যালয় খোলা থাকে।’

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর