Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর দেওয়ার সুযোগ শিগগিরই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৯:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২১:৪৬

ঢাকা: জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর দেওয়ার সুযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। এর ফলে শিগগিরই ভূমি মালিকেরা নিজ নিজ এনআইডি নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।

বৃস্পতিবার (২৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় চার কোটি হোল্ডিংয়ের দাবি ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের ‘১৪২৯’ সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করা হয়েছে। এছাড়া, ১৪২৮ সাল পর্যন্ত দাবি আদায় হয়েছে— এমন হোল্ডিংগুলোতে সবশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে— মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি সম্পন্ন করা জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যেকোনো ব্যক্তি অন্যদের পক্ষেও ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। এছাড়া, বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের তিন দিনের মধ্যে পর কিউআর কোড-সম্বলিত অটোমেটেড দাখিলা প্রদানের ব্যবস্থা থাকলেও ভূমি উন্নয়ন কর প্রদানের সঙ্গে সঙ্গে দাখিলা প্রদানের বিষয়টি বিবেচনাধীন আছে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘তথ্যপ্রযুক্তির প্রয়োগ: জীবনের সব ক্ষেত্রে কল্যাণে ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে নির্বাচিত পাঁচটি ‘চ্যাম্পিয়ন’ উদ্যোগের একটি হিসেবে মনোনীত হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরির প্রতিটিতে চার কিংবা পাঁচটি করে প্রকল্প/উদ্যোগকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। এই ১৮টি ক্যাটাগরির ‘চ্যাম্পিয়ন’ প্রকল্প/উদ্যোগগুলোর মধ্যে থেকে প্রতিটি ক্যাটাগরিতে একটি সেরা প্রকল্প/উদ্যোগকে আগামী মে মাসের শেষ সপ্তাহে ডব্লিউএসআইএস পুরস্কার ২০২২-এর চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।

গত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর এ বছরের ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

সারাবাংলা/জেআর/টিআর

এনআইডি দিয়ে কর পরিশোধ ভূমি উন্নয়ন কর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর