Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চারদিকে উন্নয়ন আর উন্নয়ন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ২১:০৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে আমরা ইতোমধ্যেই চলে এসেছি। এখন উন্নত দেশে যাবো। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।’

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একা‌ডেমি হলরু‌মে জেলা প্রশাসনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার (ক্বিরাত, আজান ও হামদ-নাত) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমজান উপলক্ষে সমগ্র নারায়ণগঞ্জ জেলার স্কুল, কলেজ ও মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘একসময় আমাদের দেশে বিদ্যুৎ ছিল না। যখন আট সালে আমরা নির্বাচিত হই তখন ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকতো, আবার ১২ ঘণ্টা থাকতো না। এখন এই এয়ারকন্ডিশনে বসে অনুষ্ঠান করছি, তখন করতে পারতাম না। ইফতারের সময় মোমবাতি খুঁজতে হতো, হারিকেন খুঁজতে হতো। হারিকেন লাগিয়ে ইফতারি করতাম, তারাবির নামাজ পড়তাম। এখন কিন্তু সেই অবস্থা নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। সারা দিন-রাত আমরা বিদ্যুৎ পাই। সারা দেশেই উন্নয়ন হচ্ছে। উন্নয়নের কোনো শেষ নাই।’

বস্ত্র ও পাটমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শুধু ইসলামী শিক্ষা শিখলেই হবে না, আধুনিক শিক্ষাও অর্জন করতে হবে। আজ মালয়েশিয়া, তুরস্ক নিজের পায়ে দাঁড়িয়েছে। তাদের কেউ ব্যঙ্গ করতে পারে না, চোখ রাঙ্গাতে পারে না। তারাও মুসলিম দেশ, আমরাও মুসলিম দেশ। কিন্ত আমাদের এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে সারা পৃথিবীতে আমরা উন্নত দেশ হিসেবে দাঁড়াতে পারি।’

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জাকির হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা রুনা লায়লাসহ অনেকে।

সারাবাংলা/এমও

উন্নয়ন গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর