Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের হুঁশ-জ্ঞান লোপ পেয়েছে, হাত-পা ধরছে ভারতের’

সারাবাংলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ২০:১১

ঢাকা: র‌্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়ায় সরকারের হুঁশ-জ্ঞান লোপ পেয়েছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এই মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গুম-খুন- এখন আর চাপা দেওয়ার বিষয় নয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহল থেকে বিচারবহির্ভূত হত্যাপ্রসঙ্গকে দেশে-বিদেশে অনেকভাবে হাজির করা হয়েছে। বহু বছর ধরে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো গুম, খুন বন্ধ করার দাবি করে আসছেন। সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করেনই নাই, উল্টো যথাযথ তদন্ত না করে ‘বন্দুকযুদ্ধ’,’ ক্রসফায়ার’কে চালিয়ে যেতে দিয়ে এক অর্থে বৈধতা দিয়েছে।’

বিবৃতিতে বলা হয়— তারা আক্রান্ত পরিবারগুলোর দাবির এবং মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসায় সরকারের হুঁশ-জ্ঞান লোপ পেয়েছে। এখন তারা ভারতের হাতে-পায়ে ধরছে।’

নেতারা বলেন, ‘এ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে অপশাসন-নির্মমতাসহ যে কোনো কর্মকাণ্ড জায়েজ করতে চায়। অভিযুক্ত বাহিনিকে ’যা খুশি করার’ ইনডেমনিটি দিয়ে রেখেছে- যা একটা গণতান্ত্রিক দেশে কার্যত আইনের শাসনের বিরোধী। অন্যদিকে দেশের প্রতি ন্যূনতম মর্যাদাবোধ না রেখে ক্ষমতায় আঁকড়ে থাকতে অন্য দেশের প্রতি অধীনস্ত হওয়ায় সার্বভৌমত্বকেই হুমকিতে ফেলেছে।’

বিবৃতিতে আরও বলা হয়-আমরা তীব্র ক্ষোভ জানাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, গুম-খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এ সমস্যার প্রকৃত সমাধান। ফ্যাসিস্ট এ সরকার সেটি কার্যকর করতে মোটেই সক্ষম নয়।

বিজ্ঞাপন

এ সরকার জনসমর্থনহীন ও দায়দায়িত্বহীন অভিযোগ করে সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন।

সারাবাংলা/একে

গণসংহতি আন্দোলন ভারতের সহযোগিতা র‌্যাবের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর