Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক মামলায় নাটোরে এক জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ২০:৩৭

নাটোর: মাদক মামলার রায়ে নাটোরে ইসাহাক আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি কৌঁশুলি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০১৯ সালের ১৫ মার্চ নাটোরের লালপুর উপজেলার রহিমপুর এলাকায় ইসাহাকের বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় ইসাহাকের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।

সারাবাংলা/এমও

আদালত নাটোর মাদক মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর